ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
সমন্বয়করা এখন রক্ষী বাহিনীর মতো দখল করছে: উমামা ফাতেমা
.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, আন্দোলনের কঠিন দিনগুলোতে সমন্বয়কদের তালিকাভুক্ত অধিকাংশকেই তিনি পাশে পাননি, অথচ সরকারের পতনের পর সেই ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে অনেকে এখন চাঁদাবাজি ও দখলের মতো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তিনি এই পরিস্থিতিকে আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোঁয়ারি’ উপন্যাসে বর্ণিত রক্ষী বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন।
রোববার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক লাইভ ভিডিওতে তিনি এসব চাঞ্চল্যকর মন্তব্য করেন।
উমামা ফাতেমা বলেন, "জুলাই-আগস্ট মাসে যখন আন্দোলন চলছিল, তখন ৫২, ৬২ থেকে শুরু করে ১৫৮ জনের যে সমন্বয়ক তালিকা তৈরি হয়েছিল, তারা সঠিকভাবে কাজ করছিলেন না। আন্দোলনটি এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, সাধারণ মানুষ যেভাবে পারছিল একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছিল। তখন সমন্বয়ক টার্মটা জরুরি ছিল, কারণ বিপদে পড়লে কাউকে ফোন দিয়ে যোগাযোগ করা যেত।"
তবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "কিন্তু ৫ আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশির ভাগ মানুষকেই আমি খুঁজে পাইনি। হয়তো অন্যরা পেরেছে, আমিই যোগাযোগ করতে পারিনি। সমন্বয়ক লিস্টে যারা ছিলেন, তাদের তুলনায় আমি সাধারণ মানুষের সাহায্য অনেক বেশি পেয়েছিলাম।"
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, "৫ আগস্টের পরদিন সকাল থেকেই দেখি, সমন্বয়ক পরিচয় দিয়ে একেকজন একেক জায়গায় গিয়ে দখল করছে। গতকাল পর্যন্ত যারা সমন্বয়ক পরিচয় দিতে রাজি হচ্ছিলেন না, আজ তারাই বড় সমন্বয়ক। এই পরিচয় ব্যবহার করে এখানে-ওখানে চাঁদাবাজি ও দখল করা হচ্ছে।"
ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, "আমাদের কিছু ঐতিহাসিক পাঠ আছে। আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোঁয়ারি’ বইতে আছে, কীভাবে রক্ষী বাহিনী জায়গায় জায়গায় গিয়ে দখল শুরু করেছিল। আমার মনে হচ্ছিল—কী ব্যাপার, রক্ষী বাহিনীর মতো ‘সমন্বয়ক বাহিনী’ গড়ে উঠছে নাকি! আস্তে আস্তে সব জায়গায় গিয়ে তারা দখল করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা