ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
সমন্বয়কদের গ্রেফতারের খবরে হতাশ মির্জা ফখরুল
.jpg)
সাবেক এক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে পাঁচজন ‘সমন্বয়ক’ গ্রেফতারের খবরে তীব্র হতাশা ও বেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন তুলেছেন, গণঅভ্যুত্থানের এই পরিণতিই কি সবাই চেয়েছিল?
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয়তাবাদী যুবদলের গ্র্যাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, "আজ যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম, পাঁচজন সমন্বয়ককে পুলিশ গ্রেফতার করেছে। তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেছে। এই কি পরিণতি? এটিই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষ কেউ কি এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, তাহলে আমাদের ভবিষ্যৎ কী?"
তিনি বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের বিষয়ে বলেন, "বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছে এবং পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে যে আমরা সহযোগিতা করছি না। তাদের এ কথাগুলো ঠিক নয়। তর্ক-বিতর্ক ও নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে।"
ভাষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল। দেশের গণতন্ত্রের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছেন। এই বিষয়গুলো নিয়ে এখন কেউ কথা বলে না।"
আন্দোলনে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, "সারাদেশে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, খুন-গুম করা হয়েছে। গত জুলাই মাসেও আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে। কিন্তু একবারের জন্যও আমাদের নেতারা আত্মসমর্পণ করেননি, মুচলেকা দেননি।"
তিনি আরও বলেন, "শুধু কয়েকটি দল বা কয়েকটি ছেলে নয়, পাঁচ বছরের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বয়স্ক মানুষ পর্যন্ত সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা