ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
নতুন প্রস্তাব দিলো হামাস

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েলের কাছে নতুন প্রস্তাব পেশ করেছে। তারা ইসরায়েলের অবশিষ্ট সকল বন্দীকে একসঙ্গে মুক্তি দিতে প্রস্তুত। তবে এর বিনিময়ে তাদের প্রধান দুটি শর্ত রয়েছে।
১. ইসরায়েলকে গাজা থেকে তাদের সকল সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে।
২. গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।
জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে তারা জিম্মিদের মুক্তির সংখ্যা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন। তিনি আরও বলেন, হামাস গাজা থেকে সরে যাবে - ইসরায়েলের এই দাবি একটি "হাস্যকর মনস্তাত্ত্বিক কৌশল"। প্রতিরোধ ব্যবস্থা বহাল থাকবে এবং হামাসকে নিরস্ত্র করা সম্ভব নয়। গাজার ভবিষ্যৎ ফিলিস্তিনি জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্ধারিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইসরায়েলের প্রতিক্রিয়া:
সোমবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। কায়রোতে আলোচনায় অংশ নিতে ইসরায়েলি প্রতিনিধিদের এখনো পর্যন্ত সবুজ সংকেত দেওয়া হয়নি। ফলে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা স্থগিত রয়েছে।
মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা:
কাতার ও মিশর উভয় দেশই হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা স্থাপনের জন্য নতুন করে মধ্যস্থতা করছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধবিরতিকে স্থায়ী করা। তবে ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীদের আপত্তির কারণে আলোচনা কঠিন হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মূল্যায়ন:
বিশ্লেষকদের মতে হামাসের এই প্রস্তাবনা কার্যকর হলে তা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে ইসরায়েল যদি এই শর্তগুলো মেনে নিতে রাজি না হয় তাহলে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে। যা আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস