ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
কোম্পানির বিলিয়নিয়ার মালিক কর্মীর জানাজা পড়ালেন, কাঁধে বহন করলেন কফিন
ডুয়া ডেস্ক : আরব আমিরাতের বিলিয়নিয়র ধনকুবের এবং লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলী এমএ তার অফিসের এক সাধারণ কর্মীর জানাজার নামাজ নিজে পড়িয়েছেন।
বিশ্বের অনেক কোম্পানিতে মালিকের সঙ্গে কর্মীদের সম্পর্ক তেমন ভালো হয় না, এমনকি তারা একে অপরকে চেনেও না। তবে ভারতীয় বংশোদ্ভূত ইউসুফ আলী এমএ নিজের অফিসের কর্মী শিহাবুদ্দিনের জানাজা নামাজ নিজে পরিচালনা করেছেন এবং তার কফিনও বহন করেছেন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শিহাবুদ্দিন নামের এই কর্মী প্রায় ১৮ বছর ধরে লুলু গ্রুপে কাজ করছিলেন। তিনি অফিসের কাজে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। শিহাবুদ্দিনের পরিবারেরর সঙ্গেও লুলু গ্রুপের প্রতিষ্ঠাতার সম্পর্ক রয়েছে। তার বাবাও এখানে কাজ করেছেন। এছাড়া তার ভাইও এখানে কাজ করছেন।
তবে পরিবারের সঙ্গে সম্পর্কের কারণেই যে ইউসুফআলী এমএ তার জানাজা পড়িয়েছেন এমনটি নয়।
কোম্পানিটির এক কর্মী বলেন, ইউসুফ আলী তার কোম্পানির যে কোনো কর্মীর মৃত্যুর জানাজায় উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। এমনকি পরিবারের সদস্যদের সান্তনা দিতে মৃত কর্মীর বাড়িতে যান তিনি।
তিনি জানান, ইউসুফ আলী তাদের কোম্পানির মালিক এবং ধনকুবের হলেও, তারা সবাই তাকে ভালোবেসে ইউসুফ ভাই নামে ডাকেন। সিনিয়র, জুনিয়র কাউকে আলাদা চোখে দেখেন না তিনি। এ কারণে সবাই-ই তাকে ভাই হিসেবে সম্বোধন করেন। এর কারণ ইউসুফ ভাই সব কর্মীকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন। তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো কথা বলেন তিনি।
উল্লেখ্য, ইউসুফ আলী আরব আমিরাতের সবচেয়ে ধনী ভারতীয় ব্যক্তি। ২০২৫ সালেল ১১ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার। তিনি বিশ্বে ৪৬০তম ধনী ব্যক্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা