ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
কোম্পানির বিলিয়নিয়ার মালিক কর্মীর জানাজা পড়ালেন, কাঁধে বহন করলেন কফিন
ডুয়া ডেস্ক : আরব আমিরাতের বিলিয়নিয়র ধনকুবের এবং লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলী এমএ তার অফিসের এক সাধারণ কর্মীর জানাজার নামাজ নিজে পড়িয়েছেন।
বিশ্বের অনেক কোম্পানিতে মালিকের সঙ্গে কর্মীদের সম্পর্ক তেমন ভালো হয় না, এমনকি তারা একে অপরকে চেনেও না। তবে ভারতীয় বংশোদ্ভূত ইউসুফ আলী এমএ নিজের অফিসের কর্মী শিহাবুদ্দিনের জানাজা নামাজ নিজে পরিচালনা করেছেন এবং তার কফিনও বহন করেছেন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শিহাবুদ্দিন নামের এই কর্মী প্রায় ১৮ বছর ধরে লুলু গ্রুপে কাজ করছিলেন। তিনি অফিসের কাজে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। শিহাবুদ্দিনের পরিবারেরর সঙ্গেও লুলু গ্রুপের প্রতিষ্ঠাতার সম্পর্ক রয়েছে। তার বাবাও এখানে কাজ করেছেন। এছাড়া তার ভাইও এখানে কাজ করছেন।
তবে পরিবারের সঙ্গে সম্পর্কের কারণেই যে ইউসুফআলী এমএ তার জানাজা পড়িয়েছেন এমনটি নয়।
কোম্পানিটির এক কর্মী বলেন, ইউসুফ আলী তার কোম্পানির যে কোনো কর্মীর মৃত্যুর জানাজায় উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। এমনকি পরিবারের সদস্যদের সান্তনা দিতে মৃত কর্মীর বাড়িতে যান তিনি।
তিনি জানান, ইউসুফ আলী তাদের কোম্পানির মালিক এবং ধনকুবের হলেও, তারা সবাই তাকে ভালোবেসে ইউসুফ ভাই নামে ডাকেন। সিনিয়র, জুনিয়র কাউকে আলাদা চোখে দেখেন না তিনি। এ কারণে সবাই-ই তাকে ভাই হিসেবে সম্বোধন করেন। এর কারণ ইউসুফ ভাই সব কর্মীকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন। তাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো কথা বলেন তিনি।
উল্লেখ্য, ইউসুফ আলী আরব আমিরাতের সবচেয়ে ধনী ভারতীয় ব্যক্তি। ২০২৫ সালেল ১১ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার। তিনি বিশ্বে ৪৬০তম ধনী ব্যক্তি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে