ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

সরকারি বাসা ছাড়লেও বিতর্ক, যা বললেন আসিফ মাহমুদ

২০২৬ জানুয়ারি ৩১ ১২:১৪:৪৩


সরকারি বাসা ছাড়লেও বিতর্ক, যা বললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, পদত্যাগের পরও তিনি উদ্দেশ্যপ্রণোদিত ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। সরকারি বিধি অনুযায়ী পদত্যাগের পর দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও, তিনি সেই সুবিধা নেননি বলে দাবি করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস থাকার সুযোগ থাকলেও তিনি গত বছরই পদত্যাগের মাত্র ২০ দিনের মাথায় সরকারি বাসা ছেড়ে দেন। তা সত্ত্বেও এ বিষয়টি নিয়ে তাকে মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হচ্ছে বলে জানান তিনি।

এনসিপির মুখপাত্র তার পোস্টে আরও লেখেন, রাজনৈতিক অবস্থান ও যুক্তির বিপরীতে যুক্তি দেওয়ার সৎসাহস থাকলে তা প্রকাশ্যে করা উচিত। মিডিয়ার দখল থাকায় রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণে নামা লজ্জাজনক ও হীনমন্যতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি সরকারি বাসা ছেড়ে দেওয়ার বিষয়টি প্রমাণ করতে বাসায় থাকা আসবাবপত্রের একটি তালিকাও সংযুক্ত করেন।

এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ‘পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ-মাহফুজ’। ওইসব খবরে বলা হয়, ছাত্র প্রতিনিধির পরিচয়ে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হেয়ার রোডের বাসা ‘নিলয়-৬’-এ গিয়ে জানা গেছে, তিনি নাকি এখনও বাসাটি ব্যবহার করছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার বাসায় দায়িত্বরত এক কর্মচারী সাংবাদিকদের বলেন, “স্যার তো আছেন, বাসা ছাড়েননি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত