ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

রংপুরকে আর অবহেলিত হিসেবে রাখা হবে না: তারেক রহমান

২০২৬ জানুয়ারি ৩০ ২১:২০:২৫

রংপুরকে আর অবহেলিত হিসেবে রাখা হবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতে তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, “রংপুর আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। এখানে আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।” তিনি ৫ আগস্টের গণবিপ্লবের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ‘নিশিরাত’ বা ‘ডামি’ নির্বাচনের সংস্কৃতি চিরতরে শেষ হয়েছে বলে উল্লেখ করেন।

রংপুর অঞ্চলের উন্নয়নে নিজের মহাপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, রংপুরকে আর অবহেলিত বা গরিব অঞ্চল হিসেবে রাখা হবে না। এখানে কৃষিজাত পণ্যের ব্যাপক শিল্পায়ন এবং স্থানীয় আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার ঘোষণা দেন তিনি।

কৃষক ও নারীদের কল্যাণে বড় ধরনের সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। প্রতিটি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে অন্তত একটি ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে পাবেন তারা।” এ ছাড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনতার স্বতঃস্ফূর্ত স্লোগানের প্রেক্ষিতে তারেক রহমান সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত