ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

আসন্ন নির্বাচন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই: প্রিন্স

২০২৬ জানুয়ারি ৩১ ০০:৪৬:২২

আসন্ন নির্বাচন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা বদলের জন্য নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই। তিনি দাবি করেন, দেশের সিংহভাগ মানুষ এখন বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং তারেক রহমানের নেতৃত্বে দলটি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, “গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হালুয়াঘাট ও ধোবাউড়া অঞ্চল দীর্ঘ সময় ধরে অবহেলিত। কিন্তু এই জনপদকে আর পিছিয়ে রাখা যাবে না। বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপি মনে করে প্রান্তিক মানুষের মুখে হাসি থাকলেই দেশ হাসবে। সেই লক্ষ্যেই আমরা কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং শিক্ষিত বেকারদের জন্য দেশব্যাপী এক কোটি কর্মসংস্থানের বিশাল পরিকল্পনা গ্রহণ করেছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে যে স্বনির্ভরতার রাজনীতি শুরু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া যা বাস্তবায়ন করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। তারেক রহমানের যুগান্তকারী পরিকল্পনার মাধ্যমেই হালুয়াঘাট-ধোবাউড়াসহ সারাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আসবে।

পথসভাগুলোতে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত