ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

ইনোভিশন জরিপে কে হচ্ছেন পরবর্তী সরকার প্রধান

২০২৬ জানুয়ারি ৩১ ০০:০৮:৫০

ইনোভিশন জরিপে কে হচ্ছেন পরবর্তী সরকার প্রধান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মানসিকতা বোঝার চেষ্টা করেছে ইনোভিশন কনসাল্টিং। প্রতিষ্ঠানটির তৃতীয় ধাপের জরিপ প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু তাৎপর্যপূর্ণ তথ্য, যা দেশের চলমান রাজনৈতিক বাস্তবতার একটি আভাস দেয়।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানে জানানো হয়, জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৫২ দশমিক ৮০ শতাংশ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতি সমর্থন জানিয়েছেন। অপরদিকে জামায়াত ও এনসিপি জোটের পক্ষে মত দিয়েছেন ৩১ শতাংশ ভোটার।

জরিপের তথ্যে আরও দেখা যায়, অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন তুলনামূলকভাবে কম, মাত্র ১ শতাংশ। তবে একটি বড় অংশ—১৩ দশমিক ২০ শতাংশ ভোটার—এখনো ভোট দেওয়া কিংবা নির্বাচন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। মোট ৫ হাজার ১৪৭ জন মানুষের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা এই জরিপে ভবিষ্যৎ সরকার প্রধান হিসেবে পছন্দের তালিকাও প্রকাশ করা হয়েছে।

সরকার প্রধান হিসেবে কাকে বেশি উপযুক্ত মনে করা হচ্ছে—এই প্রশ্নে ৪৭ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী তারেক রহমানের নাম উল্লেখ করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, যাঁর প্রতি সমর্থন জানিয়েছেন ২২ দশমিক ৫ শতাংশ মানুষ। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম পেয়েছেন ২ দশমিক ৭ শতাংশ মানুষের সমর্থন। তবে এই প্রশ্নে ২২ দশমিক ২ শতাংশ উত্তরদাতা কোনো মত দেননি।

জরিপে নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম বলেও জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। অংশগ্রহণকারী নারীদের মধ্যে প্রায় ৬৯ দশমিক ৭ শতাংশই কোনো নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান বা মতামত প্রকাশে অনাগ্রহ দেখিয়েছেন। ইনোভিশন কনসাল্টিং বলছে, এসব তথ্য বর্তমান পরিস্থিতি বোঝাতে সহায়ক হলেও এটি নির্বাচনের চূড়ান্ত চিত্র নয়।

রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই ধরনের পূর্বাভাস চলতি অর্থবছরের বিনিয়োগ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেয়ারবাজারসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা নির্বাচনের আগে একটি স্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনা প্রত্যাশা করছেন, যাতে ব্যবসায়িক পরিকল্পনা ও নগদ প্রবাহ স্বাভাবিক রাখা যায়। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন জাতীয় অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত