ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
যৌন হুমকি পাচ্ছেন মেঘনা আলম, প্রচারণা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের নারী প্রার্থী ও গণঅধিকার পরিষদের মডেল মেঘনা আলম নিরাপত্তা হুমকি ও বিভিন্ন হয়রানির কারণে নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতি নিয়েছেন। তাঁর নির্বাচনী প্রচারণা টিমের বিশ্বস্ত সূত্রের মতে, সরকারি নিরাপত্তা না পাওয়ার কারণে কার্যত হিংস্র পরিবেশে তিনি বাধ্য হয়েছেন প্রচারণা স্থগিত করতে।
সরকারের পূর্ব ঘোষণার অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের গানম্যান দিয়ে নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু ঢাকা-৮ এর একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম এখনও কোনো সরকারি নিরাপত্তা পাননি। এতে প্রশ্ন উঠেছে, সরকারি প্রতিশ্রুতি বাস্তবিক কি, নাকি কেবল প্রতিশ্রুতির ধোঁকা।
নির্বাচনী প্রচারণার সময় মেঘনা আলমের নারী কর্মীদের উপর লেজার লাইট ব্যবহার করে ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। গানম্যান না থাকায় নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে প্রার্থী ও তাঁর কর্মীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপির ওপর দায় চাপাচ্ছে, ডিএমপি নির্বাচন কমিশনের দিকে দেখাচ্ছে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে দেখবে বলে জানাচ্ছেন। লিখিত আবেদন সত্ত্বেও কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি।
একই সঙ্গে অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের নেতারা সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছেন মেঘনা আলমকে। এ বিষয়ে দায়িত্বশীল নেতাদের ট্যাগ করার পরও কোনো প্রতিক্রিয়া নেই। একই সময়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এআই-ভিত্তিক অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানো হচ্ছে, যা আইন ও আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
মেঘনা আলম জানিয়েছেন, তিনি মিস বাংলাদেশ হিসেবে জীবন বেছে নিতে পারতেন। তবে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকে। তিনি হতে চান অবহেলিত নারী ও পুরুষের কণ্ঠস্বর। নারী প্রার্থীদের অনলাইন ও অফলাইন হয়রানি থেকে রক্ষা করতে তিনি গড়েছেন সাইবার নিরাপত্তা সেল ও আইনি সহায়তা সেল।
প্রার্থী আরও জানিয়েছেন, সংসদে নির্বাচিত হলে শত শত মিথ্যা মামলার শিকার নিরীহ মানুষকে মুক্ত করার জন্য লড়বেন এবং রাষ্ট্রীয় ব্যর্থতার শিকার সকল মানুষের বিচারের দাবি তুলে ধরবেন। তার নিরাপদ ও নারীবান্ধব ঢাকা-৮ গঠনের স্বপ্নকে অঙ্কুরে দমিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। গানম্যান না দেওয়া ও হিংস্র পরিবেশের মুখোমুখি করা এই আচরণ কেবল একজন প্রার্থীর নয়, নারীর রাজনৈতিক অংশগ্রহণের বিরুদ্ধেও একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ