ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
তরুণ নেতৃত্বের বার্তা: ৩৬ দফা ইশতেহার এনসিপির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ, মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে দলটি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে এই ঘোষণাপত্র প্রকাশ করা হয়।
ইশতেহারে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে নাজুক জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রকল্প, প্রশাসনিক সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানায় দলটি।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
ইশতেহারের প্রথম অংশে জুলাই সনদের যেসব দফা আইন ও প্রশাসনিক আদেশের ওপর নির্ভরশীল, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো নির্ধারণে একটি স্বাধীন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
আওয়ামী শাসনামলে সংঘটিত গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতের পাশাপাশি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের অধীনে বিশেষ তদন্ত সেল গঠনের কথা বলা হয়েছে ইশতেহারে।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব একটি উন্মুক্ত ডিজিটাল পোর্টালে প্রকাশের অঙ্গীকার করা হয়েছে।
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে ল্যাটেরাল এন্ট্রি বাড়ানো, পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি, নিয়মিত পে-স্কেল হালনাগাদ এবং ইমাম-মুয়াজ্জিনদের পে-স্কেলে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করা হয়েছে।
শ্রমিকদের জন্য ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি, কর্ম-সুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করা, টিসিবির স্মার্ট কার্ড ব্যবস্থাকে দোকানভিত্তিক করা এবং সাশ্রয়ী আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
অর্থনীতিতে কর-জিডিপি অনুপাত বাড়ানো, কর ফাঁকি রোধ, ক্যাশলেস অর্থনীতি গঠন এবং ব্যাংকিং ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দেওয়া হয়েছে।
তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে ভোটের বয়স ১৬ বছর করার প্রস্তাব, Youth Civic Council গঠন এবং পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে এনসিপি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে কমিশন গঠন, ইন্টার্নশিপ বাধ্যতামূলক, বিশেষায়িত স্বাস্থ্য জোন, জাতীয় অ্যাম্বুলেন্স ব্যবস্থা এবং এনআইডিভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ড চালুর পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ রয়েছে।
নারীর ক্ষমতায়ন, প্রবাসীদের জন্য ওয়ান-স্টপ ডিজিটাল সেবা, কৃষকদের সরাসরি ভর্তুকি, পরিবেশ সুরক্ষা, গণপরিবহন উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
পররাষ্ট্রনীতিতে সীমান্ত হত্যা, নদীর পানিবণ্টন, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক কূটনীতিতে আরও দৃঢ় ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রিজার্ভ ফোর্স ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনাও তুলে ধরা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ