ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
‘রাষ্ট্রের প্রধান দায়িত্ব প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করা’
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য হওয়া উচিত সমাজের প্রতিটি মানুষের মর্যাদা ও আত্মসম্মান নিশ্চিত করা এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব, যেখানে কেউ অবহেলিত হবে না এবং সবাই সম্মান নিয়ে বাঁচার সুযোগ পাবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিএসএফ গ্লোবালের উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচির উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের বিষয়টি তুলে ধরে তারেক রহমান বলেন, এ ধরনের অনেক শিশুর মধ্যেই অসাধারণ মেধা, প্রতিভা ও সক্ষমতা লুকিয়ে আছে। প্রয়োজন শুধু তাদের চলার পথটুকু সহজ করে দেওয়া। সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
তিনি আরও বলেন, এই শিশুরা সমাজের বাইরে কেউ নয় তারা আমাদেরই অংশ। তাদের জন্য আলাদা কিছু নয়, বরং স্বাভাবিকভাবে চলার ন্যূনতম সুযোগ নিশ্চিত করলেই তারা নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারবে।
এ সময় উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, যার যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। মানবিক সমাজ গঠনে এ দায়িত্ব সবার।
অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বিএনপি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এমন সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। পরে তারেক রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পরিবেশিত সংগীত উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে এক আবেগঘন ও মানবিক পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠান শেষে তারেক রহমান বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রংপুরের উদ্দেশে যাত্রা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ