ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

আল্লাহর গোলামি ছাড়া কাউকে মানি না: শফিকুর রহমান

২০২৬ জানুয়ারি ৩০ ২০:২২:২৩

আল্লাহর গোলামি ছাড়া কাউকে মানি না: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কোনো শক্তির কাছে মাথানত না করার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো চাপ, হুমকি বা চোখ রাঙানিকে ভয় না করে জামায়াত তার আদর্শের পথে অটল থাকবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিদেশের সঙ্গে বন্ধুত্ব থাকবে, কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেওয়া হবে না। আমাদের অবস্থান স্পষ্ট আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি আমরা গ্রহণ করি না। ইসলামের পক্ষে কথা বলি বলেই অনেকের অস্বস্তি তৈরি হয়, কিন্তু এতে আমরা পিছপা হব না।

তিনি বলেন, ভোটের আগের পরিবেশ দেখলেই বোঝা যায় জনগণ কোন দিকে ঝুঁকছে। ঠিক যেমন সকালে সূর্য দেখে দিনের ইঙ্গিত পাওয়া যায়। দেশবাসী দেখছে, ঢাকার রাজপথের সৈনিক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আর মাত্র দুই দিন আগেই শেরপুরে নির্মমভাবে হত্যা করা হয়েছে রেজাউল করিমকে। তিনি বলেন, হত্যার মাধ্যমে কারও অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যায় না।

জুলাই মাসের ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ওপর হাত তোলার ঘটনাই ছিল চূড়ান্ত মোড়। মেয়েদের গায়ে হাত দেওয়া কেউ মেনে নেয়নি। সেদিন সব ধরনের লাঠিয়াল ও সন্ত্রাসী শক্তি ব্যর্থ হয়েছে। যারা এখনো নারীদের ওপর হাত তোলে, তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছে।

তিনি আরও বলেন, নিজের মাকে যে সম্মান করতে জানে না, সে দেশের কোনো নারীকে সম্মান করতে পারে না। নারীরা আজ নিজেদের নিরাপত্তা ও মর্যাদার জন্য দাঁড়িপাল্লা প্রতীককে বেছে নিয়েছে। কেউ যদি বাধা দেয়, তাদের স্পষ্ট করে বলতে হবে ১২ তারিখে ভোটকেন্দ্রে জবাব দেওয়া হবে। সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন, সেই আহ্বানও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে জামায়াত আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মাস্টার রুহুল আমিন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ডা. রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এ. আর. হাফিজ উল্লাহর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত