ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

ফের চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:১৯:১৪

ফের চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে নাগরিকরা এই সেবাটি আবারও গ্রহণ করতে পারছেন।

এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা চূড়ান্ত করা, প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়া এবং পোস্টাল ভোটের (বিদেশে ও দেশের ভেতরে) নিবন্ধন কার্যক্রমের চাপের কারণে এতদিন এই সংশোধন সেবা বন্ধ রাখা হয়েছিল।

মহাপরিচালক বলেন, "আমাদের ভোটার তালিকা তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেমের বড় কাজগুলো শেষ হওয়ায় আমরা আজ থেকে এনআইডি সংশোধনের স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।"

উল্লেখ্য, নির্বাচনের আগে এনআইডি সংক্রান্ত তথ্যের অপব্যবহার রোধ এবং কারিগরি প্রস্তুতির লক্ষে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল ইসি। নতুন নির্দেশনার ফলে এখন থেকে সাধারণ মানুষ আগের মতোই এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত