ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

ঢাবিতে ভ্রাম্যমাণ দোকানে চাঁদাবাজির ফুটেজ প্রজেক্টরে দেখালো ডাকসু

২০২৬ জানুয়ারি ২৫ ১৫:৩৬:৫৭

ঢাবিতে ভ্রাম্যমাণ দোকানে চাঁদাবাজির ফুটেজ প্রজেক্টরে দেখালো ডাকসু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকানে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের চিত্র এবার সরাসরি ভিডিও ফুটেজ দেখিয়েছে ডাকসুর নেতারা।

আজ রবিবার (২৫শে জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ডকুমেন্টারি ফিল্মের আকারে এক সংবাদ সম্মেলনে এসব উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন,"আমরা কারো পতন চাইনা, আমরা সংশোধন চাই; যে বা যাদের দলের নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে যুক্ত তারা যদি দায়িত্বশীল হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো, শোকজ করত । কিন্তু তারা প্রক্টর অফিসে অভিযোগ জমা দিয়েছে যেটা অত্যন্ত লজ্জাজনক।

তিনি আরও বলেন, "আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে ফিরে দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, ছাঁটাই করবেন;জুলাই বিপ্লব পরবর্তী আমাদের স্বপ্ন,আকাঙ্ক্ষা ও বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসসহ কোথাও কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব চলবে না"

অন্যদিকে সর্বমিত্র চাকমার বক্তব্যে উঠে আসে এসব অভিযোগে অভিযুক্ত ছাত্রদলের একাধিক নেতার নাম তারা হলেন, (২০২২-২৩) শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইয়েদ হাসান সাদ ,সার্জেন্ট জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ তিনি ২০২৫ ডাকসু নির্বাচনে উমামা ফাতেমা নেতৃত্বাধীন" স্বতন্ত্র ঐক্য জোট" প্যানেল থেকে নির্বাচন করেন, রাতুল (চাইনিজ ল্যাংগুয়েজ ২২-২৩),কাওসার মাহমুদ (ফারসি ২২-২৩),সানি সরকার (রাষ্ট্রবিজ্ঞান ২২-২৩)।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ