ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
ঢাবিতে শহীদ হাদি হ’ত্যার ন্যায়বিচারের দাবিতে সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সিটিজেন ইনিশিয়েটিভ এবং সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিভিলাইজেশন স্টাডিজ (সিজিসিএস) এর উদ্যোগে “শহীদ ওসমান হাদি হত্যা: ন্যায়বিচার, রাষ্ট্রীয় সংকট ও আধিপত্যবাদী কাঠামো” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেবল একটি ব্যক্তি হত্যার ঘটনা হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় ব্যর্থতা, বিচারহীনতার সংস্কৃতি এবং ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী কাঠামোর বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত করেন।
তারা বলেন, ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত না হলে তা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গভীর ক্ষত হয়ে থাকবে।
সেমিনারে শহীদ হাদির শিক্ষিক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, তিনি বলেন, হাদি ছিলেন সম্পূর্ণ ভিন্নধর্মী একজন মানুষ, যিনি অস্বাভাবিকভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, আমরা এখনো পরিবর্তন গ্রহণে অভ্যস্ত হতে পারিনি, এক চোখা জাতি হিসেবে হাদীকে পূর্ণভাবে ধারণ করতে পারিনি। প্রশাসনের কাছে হাদিকে ছোট করে দেখা হতো, অথচ তারা ভয় পেত, হাদী সব সত্য প্রকাশ করে দেবে। আর এখনো হত্যার বিচার না হওয়ায় প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট। তিনি সকলকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেন আর কখনো ফ্যাসিস্টরা ক্ষমতায় ফিরতে না পারে।
শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদি আবেগঘন বক্তব্যে ব্যক্তিগত স্মৃতি, সংগ্রাম ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন জুলাই পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চ কিংবা হাদীর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত প্রায় প্রতিটি অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে তিনি প্রত্যক্ষভাবে আয়োজনের একজন হিসেবে যুক্ত ছিলেন বলে জানান। তিনি দেশজুড়ে ওসমান হাদির প্রতি যে অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, তার জন্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। একইসাথে স্পষ্ট করে বলেন, অনেকেই তাদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতা করতে চাইলেও ওসমান হাদির পরিবার, তার স্ত্রী কিংবা সন্তান, কারো জন্য কোনো ধরনের আর্থিক সহায়তা তারা গ্রহণ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। তিনি সবাইকে শুধু হাদির জন্য দোয়া করা এবং তাঁর হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- পবিত্র শবেবরাতের তারিখ জানা যাবে আগামীকাল
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ