ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ইতিবাচক ধারায় লেনদেনে সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে শেয়ারবাজারে টানা তিন কর্মদিবস ধরে সূচক ও লেনদেনের পরিমাণ বাড়তে থাকায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে ইতিবাচক প্রবণতা দেখা দেওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এবং অনেকে এটিকে বিনিয়োগের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করে সক্রিয়ভাবে লেনদেনে অংশ নিচ্ছেন। ফলে প্রতিদিনই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, দেশ বর্তমানে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারমুক্ত হওয়ায় এবং আগামী জাতীয় নির্বাচনের পর বাজারে বড় ধরনের দরপতনের আশঙ্কা কম থাকায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। বাজারে আবারও আগের সোনালি দিনের আবহ ফিরে আসবে বলে প্রত্যাশা করছেন তারা। তবে এ মুহূর্তে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে সেখান থেকে প্রত্যাশা অনুযায়ী মুনাফা পাওয়া সম্ভব বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আগের দুই কর্মদিবসের ধারাবাহিকতায় আজও (২০ জানুয়ারি ২০২৬) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরু থেকেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সূচক ছিল ঊর্ধ্বমুখী, যা দিনশেষ পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৮.৯৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০.৯৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭০.৪৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১০টির দর বেড়েছে, ১০৯টির দর কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৭৬ কোটি ৪৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৩৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮২ট প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৩টির, কমেছে ৫২টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮.৩৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১০.৪৪ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)