ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

চাঁদাবাজির অভিযোগ: প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

২০২৬ জানুয়ারি ২৫ ১৫:০৯:২৭

চাঁদাবাজির অভিযোগ: প্রক্টর অফিসে লিখিত অভিযোগ ঢাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভাসমান দোকান থেকে ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এঘটনা মিথ্যা উল্লেখ করে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এসময় চাঁদাবাজির অভিযোগে জড়িত বলে দাবি করা বিতর্কিত ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ছাত্রদল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসের বিতর্কিত ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় ক্যাম্পাসে চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে ক্যাম্পাসে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে দাবি করা হয়।

এসময় স্বারকলিপিতে দুই দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:

১ .ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাট পরিচালনার নিয়ম-নীতির বিষয়ে স্পষ্ট বার্তা প্রদান করতে হবে ও তা যথাযথভাবে প্রচার করার ব্যবস্থা নিতে হবে; এবং

২. উত্থাপিত অভিযোগ অনুসারে চাঁদাবাজি এবং দোকান ভাংচুর ও উচ্ছেদের সিন্ডিকেট সৃষ্টির সাথে বিতর্কিত ডাকসু প্রতিনিধিগণ কিংবা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ