ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২
দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলল সরকার
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী দিল্লিতে জনসম্মুখে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় গভীর বিস্ময়, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকার মনে করছে, শেখ হাসিনার এই বক্তব্য আসন্ন জাতীয় নির্বাচন ভন্ডুল করা এবং সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়ার একটি অপচেষ্টা।
রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই কড়া প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি তার অনুসারীদের নির্বাচন বানচাল করতে এবং সহিংসতায় লিপ্ত হতে উসকানি দেন। পলাতক এক আসামিকে এমন প্ল্যাটফর্ম দেওয়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে বারবার অনুরোধ করা হলেও তারা এখন পর্যন্ত সাড়া দেয়নি। উল্টো তাদের নিজ ভূখণ্ডে তাকে এমন উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার পরিপন্থী। একে সুপ্রতিবেশীসুলভ আচরণের লঙ্ঘন এবং দুই দেশের সম্পর্কের জন্য একটি ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছে সরকার।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, শেখ হাসিনার এই বেপরোয়া উসকানিই প্রমাণ করে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে তার জন্য আওয়ামী লীগকেই দায়ী করা হবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- পবিত্র শবেবরাতের তারিখ জানা যাবে আগামীকাল
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ