ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

সাবেক সেনাপ্রধানের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৬ জানুয়ারি ২৫ ১৪:৫২:০৯

সাবেক সেনাপ্রধানের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে দেশের আদালত রোববার (২৫ জানুয়ারি) নিষেধাজ্ঞা জারি করেছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক সজল হোসেন আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে নিজের এবং পরিবারের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ও মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইতে ব্যবসা পরিচালনা এবং বাড়ি কেনার অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, আজিজ আহমেদের সহযোগী হিসেবে তার ভাই আনিস আহমেদ দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার স্বার্থে আদালতে আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত