ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ৩ বছর মেয়াদি চুক্তি

২০২৬ জানুয়ারি ২৩ ১২:০০:০১

ক্রিকেট উন্নয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ৩ বছর মেয়াদি চুক্তি

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেটের মানোন্নয়ন ও অবকাঠামোগত দক্ষতা বৃদ্ধির লক্ষে দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তিতে আবদ্ধ হয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) মধ্যে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিসিবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএ-এর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোলেতসি মোসেকি।

তিন বছর মেয়াদি এই চুক্তির ফলে বাংলাদেশের উদীয়মান ও তরুণ ক্রিকেটারদের জন্য প্রিটোরিয়ার বিশ্বমানের ‘সিএসএ সেন্টার অব এক্সেলেন্স’-এ উচ্চতর প্রশিক্ষণের দুয়ার উন্মোচিত হলো। চুক্তির আওতায় কেবল খেলোয়াড়রাই নন, বরং আম্পায়ার ও পিচ কিউরেটরদের পেশাদার দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি পরিচালিত হবে। এছাড়াও দুই দেশের জাতীয় নারী ও পুরুষ দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর দ্বিপাক্ষিক সফরের সংখ্যাও বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে কোচিং ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় বোর্ড নিবিড়ভাবে কাজ করবে। এই ঐতিহাসিক পদক্ষেপ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত