ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতে যেতে চাই না: বিসিবি সভাপতি

২০২৬ জানুয়ারি ২২ ২১:২৩:০১

আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতে যেতে চাই না: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশাল বড় একটি সুযোগ হারাবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি কর্মকর্তা ও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিসিবি প্রধান এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, "বাংলাদেশের মতো একটি ক্রিকেটপ্রেমী দেশ যদি বিশ্বকাপে অংশ নিতে না পারে, তবে আইসিসি অনেক বড় কিছু মিস করবে। ক্রিকেট এখন অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে, আবার ভারত কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করছে। এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশের মতো একটি জনবহুল ও ক্রিকেট পাগল দেশ অংশ নিতে না পারে, তবে সেটি আয়োজক দেশের জন্য বড় ব্যর্থতা হিসেবেই গণ্য হবে।"

বিশ্বকাপে খেলার বিষয়ে বিসিবি এখনো হাল ছাড়েনি জানিয়ে তিনি বলেন, "আমরা আমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা আজকেও আইসিসির সঙ্গে নতুন করে যোগাযোগ করব। আমাদের দল সম্পূর্ণ প্রস্তুত আছে। আমাদের দাবি একটাই—আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু এই মুহূর্তে ভারতে যেতে চাই না। আমরা আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই।"

আইসিসির প্রতি পুনরায় বিবেচনার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেন, "আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে গর্ব করি। প্রায় ২০০ মিলিয়ন মানুষ যেখানে ক্রিকেটের অপেক্ষায় থাকে, তাদের বঞ্চিত করা আইসিসির জন্য ঠিক হবে না। আমরা আশা করছি আইসিসি আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে এবং দেশের মানুষ দ্রুতই সুখবর শুনতে পাবে।"

উল্লেখ্য, আইসিসি গতকাল বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জানিয়েছিল যে বাংলাদেশ ভারতে না গেলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। বিসিবির আজকের এই অবস্থান সেই আল্টিমেটামের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ