ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বোর্ড সভা শেষে যা জানলো আইসিসি

২০২৬ জানুয়ারি ২১ ২০:৩৬:৩১

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বোর্ড সভা শেষে যা জানলো আইসিসি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা শঙ্কা ও ভেন্যু পরিবর্তনের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভা শেষে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে মাত্র ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

আইসিসি জানিয়েছে, বাংলাদেশ যদি ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে, তবে তাদের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের সূচি বা ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হবে না।

সভা শেষে এক বিবৃতিতে আইসিসির মুখপাত্র বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা বিসিবির সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনা করেছি। স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চয়তা পর্যালোচনা করে দেখা গেছে যে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। ২০টি দেশের সবার জন্যই একই নিরাপত্তা মানদণ্ড প্রযোজ্য।”

আইসিসি তাদের বিবৃতিতে বিসিবির অনড় অবস্থানের কঠোর সমালোচনা করে বলেছে, “বিসিবি বারবার টুর্নামেন্টে অংশগ্রহণকে একটি বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, যা তাদের একজন খেলোয়াড়ের একটি ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত। এই বিষয়ের সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো বা অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।”

বিবৃতিতে আরও বলা হয়, “নিরাপত্তা ঝুঁকি না থাকা সত্ত্বেও ফিক্সচার স্থানান্তর করা সম্ভব নয়। এটি করলে লজিস্টিক ও সূচি সংক্রান্ত বিশাল জটিলতা তৈরি হবে এবং আইসিসি শাসনের নিরপেক্ষতা ও অখণ্ডতা ক্ষুণ্ণ হবে।”

এখন বল বিসিবির কোর্টে। আইসিসির দেওয়া এই ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি ভারত সফরে যাবে, নাকি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ