ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
বিশ্বকাপের সোনালি ট্রফি ঢাকায় আসছে আজ
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীক সোনালি ট্রফি আজ এক দিনের জন্য ঢাকায় আসছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ১৪৮ দিন আগে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে আজ সকালে রাজধানীতে পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। এ সফরে ট্রফির সঙ্গে থাকছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ও আর্সেনাল তারকা গিলবার্তো সিলভা।
সংক্ষিপ্ত এই সফরে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান বুধবার সকালে পাকিস্তান ও ভারত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ট্রফিটি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফি নেওয়া হবে হোটেল র্যাডিসন ব্লুতে।
তবে সাধারণ দর্শকদের প্রত্যাশা এবারও পূরণ হচ্ছে না। ২০২২ সালের মতো কোনো কনসার্ট বা উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন রাখা হয়নি। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকেলে ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে ঘরোয়া লিগ চলমান থাকায় নারী ও পুরুষ দলের অন্য খেলোয়াড়দের অংশগ্রহণ অনিশ্চিত।
বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, ‘আমাদের জানানো হয়েছে ট্রফি সকালে আসবে, তাবিথ ভাই রিসিভ করবেন। এরপর হয়তো বাফুফে ও অতিথিদের জন্য আধা ঘণ্টা বা এক ঘণ্টার একটি সেশন থাকতে পারে। আয়োজনটা খুবই সংক্ষিপ্ত।’ নারী ফুটবলারদের উপস্থিতি নিয়েও অনিশ্চয়তার কথা জানান তিনি।
এবারের ট্রফি ট্যুর শুরু হয়েছে সৌদি আরবের রিয়াদে, ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে। বিশ্বকাপের আগে ট্রফিটি ৭৫টি দেশ সফর করবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপের আগে ঢাকায় এক দিনের সফর শেষে আজ রাতেই ট্রফি উড়াল দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে। বিশ্বমঞ্চে বাংলাদেশ এখনও অংশগ্রহণকারী না হলেও, ফুটবলপ্রেমী এই দেশের মানুষের জন্য বিশ্বকাপ ট্রফির এক ঝলক দেখার সুযোগই হয়ে উঠেছে বড় আনন্দ ও গর্বের উপলক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)