ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

কলকাতা বিমানবন্দরে আগুন

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:২৮:০৪
কলকাতা বিমানবন্দরে আগুন

ডুয়া ডেস্ক : ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এ অগ্নিকাণ্ড ঘটে। টিভি নাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বিমানবন্দরটির দমকলের দশ নম্বর গেটে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। অনুমান করা হচ্ছে, আগুনের স্ফুলিঙ্গ ব্যানারে পড়ার কারণে সেইখান থেকে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে পুরো ব্যানারটি।

উল্লেখ্য, এ দিন থেকেই শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। একে একে শিল্পপতিদের পৌঁছনোর কথা রয়েছে কলকাতায়। পাশাপাশি ব্যস্ত দিনে অসংখ্য যাত্রী উড়ান ধরার জন্য এই মুহূর্তে রয়েছেন বিমানবন্দরে। ফলে আগুনের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। তবে কোনও হতাহতের খবর নেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

হাসিনা-কামালের বিচার শুরু, চলছে সরাসরি সম্প্রচার

হাসিনা-কামালের বিচার শুরু, চলছে সরাসরি সম্প্রচার

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী... বিস্তারিত