ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয়: বিসিসিআই
স্পোর্টস ডেস্ক:ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দেশটির কিছু উগ্রতাবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে হুমকি ও বিরূপ মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। এমনকি কয়েকটি ভিডিও ক্লিপেও সরাসরি বৈরিতার ভাষা ব্যবহার করা হয়েছে। তবে এসব বিষয়কে গুরুত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা অস্বস্তিকর পর্যায়ে পৌঁছায়। সেই প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ে। যদিও গেল মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও জটিল হওয়ায় কলকাতা নাইট রাইডার্সে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী মোস্তাফিজকে আইপিএল খেলতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। বোর্ডের বক্তব্য, বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয়, ফলে একজন বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণে আইনি বা নীতিগত কোনো সমস্যা নেই।
আইপিএল ২০২৬ নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়। এরপরই ভারতের একাংশ সমর্থকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ কেকেআরের ম্যাচ বয়কটের আহ্বান জানান, আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
এই বিতর্কের মধ্যেই বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিষয়টি যে সংবেদনশীল, তা বোর্ড জানে। তাই কূটনৈতিক পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে এবং নিয়মিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। তাই বিদ্যমান নিয়ম অনুযায়ী মোস্তাফিজের আইপিএল খেলায় কোনো বাধা নেই।
এদিকে সোম নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে চরম মন্তব্য করে দাবি করেন, মোস্তাফিজের মতো ক্রিকেটারদের ভারতের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে। তবে বিসিসিআই এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
সব বিতর্ক ও সমালোচনার মাঝেও বিসিসিআইয়ের অবস্থান একেবারেই পরিষ্কার বর্তমান নীতিমালায় মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা প্রতিবন্ধকতা নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)