ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

আজ থেকে সচল এনইআইআর, জেনে নিন যাচাইয়ের নিয়ম

২০২৬ জানুয়ারি ০১ ২২:০৫:০০

আজ থেকে সচল এনইআইআর, জেনে নিন যাচাইয়ের নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ ও চোরাই ফোনের ব্যবহার বন্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ফোনের আইএমইআই (IMEI) নম্বর জাতীয় ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা অবৈধ ও আনঅফিশিয়াল ফোন শনাক্তকরণে যুগান্তকারী ভূমিকা রাখবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সকল আনঅফিশিয়াল ও অনিবন্ধিত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে নিবন্ধিত হয়েছে। তবে আজ (১ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে, কোনো অবৈধ বা অনিবন্ধিত হ্যান্ডসেট নেটওয়ার্কে শনাক্ত হলে সেটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধতা প্রমাণের সুযোগ দেওয়া হবে। ব্যর্থ হলে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব হারায়। এছাড়া ডিজিটাল জালিয়াতির ৭৩ শতাংশই সম্পন্ন হয় অবৈধ ডিভাইসের মাধ্যমে। এনইআইআর চালুর ফলে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

নতুন ফোন ও বিদেশ থেকে আনা ফোনের নিয়ম

এখন থেকে যেকোনো নতুন ফোন কেনার আগে গ্রাহককে মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের IMEI লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে ফোনটির বৈধতা যাচাই করতে হবে। অন্যদিকে, বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোনের ক্ষেত্রে গ্রাহককে ৩০ দিনের সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে [neir.btrc.gov.bd](http://neir.btrc.gov.bd) পোর্টালে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা, রসিদ) আপলোড করে ‘স্পেশাল রেজিস্ট্রেশন’ সম্পন্ন করতে হবে। বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিনা শুল্কে সর্বোচ্চ একটি ব্যবহৃত এবং একটি নতুন ফোন আনতে পারবেন।

নিবন্ধন যাচাই ও চুরি হওয়া ফোন ব্লক

আপনার বর্তমান ফোনটি নিবন্ধিত কি না তা জানতে *১৬১৬১# ডায়াল করে নির্দেশনা অনুসরণ করতে হবে। এছাড়া এনইআইআর ব্যবস্থার মাধ্যমে কোনো ফোন চুরি হলে বা হারিয়ে গেলে তা কেন্দ্রীয়ভাবে ব্লক ও আনলক করার সুবিধাও পাবেন গ্রাহকরা। তবে ফোন বিক্রি বা হস্তান্তরের আগে মালিককে অবশ্যই ‘ডি-রেজিস্ট্রেশন’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বর্তমানে সিস্টেমে ডাটা মাইগ্রেশনের কাজ চলায় কিছু গ্রাহক সাময়িকভাবে ভুল বার্তা পেতে পারেন বা নিবন্ধনের তথ্য পেতে দেরি হতে পারে। তবে দ্রুতই এই কারিগরি সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করেছে বিটিআরসি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত