ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার জানাজায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

২০২৫ ডিসেম্বর ৩০ ২২:৩০:২৯

খালেদা জিয়ার জানাজায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এই বিশাল কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং অন্যান্য বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। জানাজা শেষে দাফন পর্যন্ত প্রতিটি কার্যক্রম পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি ধাপের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিশেষ ক্ষেত্রগুলোতে সেনাবাহিনীও সহায়ক হিসেবে কাজ করবে।

শফিকুল আলম আরও বলেন, ‘বিগত দিনে বড় ধরনের গণজমায়েত ও জানাজা ব্যবস্থাপনার অভিজ্ঞতার আলোকে এবারের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট পুরো বিষয়টি তদারকি করছে।’ তিনি উল্লেখ করেন, সার্বিক ব্যবস্থাপনায় বিএনপির সঙ্গে সরকারের নিবিড় সমন্বয় রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দলটির পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস মিলেছে।

জানাজা উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি থাকায় রাজধানীতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় হতে পারে। বিপুল এই জনস্রোত এবং ট্রাফিক ব্যবস্থাপনা সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত