ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

সারাদেশে একযোগে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা

২০২৫ ডিসেম্বর ২৮ ১১:২২:১৬

সারাদেশে একযোগে শুরু হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসার পঞ্চম শ্রেণির ইবতেদায়ি ও অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে পৃথকভাবে এই পরীক্ষাগুলো পরিচালিত হচ্ছে। শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। সারাদেশে ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষার সূচি ও নম্বর বণ্টন:

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—এই পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। রুটিন অনুযায়ী আজ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষাও একই সময়ে শুরু হয়েছে। দাখিল পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এবং ইবতেদায়ি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আজ কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।

বিশেষ নির্দেশনা ও নিয়মাবলি:

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ থেকে ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ৮টি মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর (ক্যাসিও Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো ডিজিটাল বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ