ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ছাত্রশিবিরের সভাপতি হলেন সাদ্দাম

২০২৫ ডিসেম্বর ২৬ ১৫:২০:৪২

ছাত্রশিবিরের সভাপতি হলেন সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সদস্য সম্মেলনের মধ্য দিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় দপ্তরের সম্পাদক হিসেবেও কাজ করেছেন। শিক্ষাজীবনে নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।

নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে ছাত্রশিবির আগামী বছর বিভিন্ন শিক্ষাব্যবস্থা, নৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত