ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

কে এই মার্টিন লুথার কিং? যাকে স্মরণ করলেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৫ ১৮:৩৫:৪৫

কে এই মার্টিন লুথার কিং? যাকে স্মরণ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রেখেই বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ভাষণের সূত্র ধরে নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন।

তারেক রহমান তাঁর ভাষণে বলেন, মার্টিন লুথার কিংয়ের যেমন স্বপ্ন ছিল, তাঁরও বাংলাদেশের মানুষের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত উক্তি আছে— ‘আই হ্যাভ অ্যা ড্রিম’। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই— ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ফর দ্য পিপল অব মাই কান্ট্রি (দেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে)।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। তবে এই পরিকল্পনা বা ‘প্ল্যান’ বাস্তবায়ন করতে তিনি দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি মনে করেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণই এই পরিকল্পনা সফল করার মূল চাবিকাঠি।

কে এই মার্টিন লুথার কিং?

মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান নেতা। ১৯২৯ সালে আটলান্টায় জন্ম নেওয়া এই ধর্মযাজক কৃষ্ণাঙ্গদের অধিকার ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে কিংবদন্তি হয়ে আছেন। ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসিতে দেওয়া তাঁর ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ ভাষণটি বিশ্ব ইতিহাসের অন্যতম প্রভাবশালী ভাষণ হিসেবে স্বীকৃত। মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে অনুপ্রাণিত এই নেতা ১৯৬৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর গুলিতে তিনি নিহত হন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত