ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বিএনপির সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৪ ১৩:৪৯:৪৩

বিএনপির সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কেবলমাত্র তিনি নিজেই বক্তব্য রাখবেন। অন্য কেউ বক্তব্য রাখবেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “তারেক রহমান এমন কোনো কর্মসূচি সমর্থন করেন না, যা সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতির ওপর তিনি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছেন। আমরা তার নির্দেশনা মেনে চলার চেষ্টা করেছি, যদিও শতভাগ সফল হইনি।”

তিনি আরও বলেন, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান এবং পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে চান। এছাড়া, তিনি তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি এমনভাবে নির্ধারণ করেছেন, যা দেশের সরকারি ছুটির সঙ্গে মিলে যায়।

সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, “আমরা রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান ও মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো অনুষ্ঠান আয়োজন করি নি। সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনে। সেখানে কেবল দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া ও দেশের কল্যাণ কামনা করা হবে। অনুষ্ঠানে দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ