ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তাকে বহনকারী বিমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বহুল আলোচিত এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন।
তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপির সর্বস্তরে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের খবরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমর্থক ও সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে বাড়ছে কৌতূহল ও আগ্রহ।
এই প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছে। পাশাপাশি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে অতিরিক্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে একটি সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথকভাবে প্রস্তুতি গ্রহণ করছে।
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে দেওয়া হবে বিশাল গণসংবর্ধনা। এ আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নীতিনির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। সারাদেশের লাখ লাখ নেতাকর্মী এ উপলক্ষে ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন, অনেকেই ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন।
অভ্যর্থনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছেন। মঙ্গলবার পূর্বাচলে নির্মাণাধীন সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল ইতোমধ্যেই শুরু হয়েছে এবং ২৫ ডিসেম্বর পুরো এলাকা এক মহামিলনমেলায় পরিণত হবে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। দীর্ঘদিন নিপীড়ন ও নির্যাতনের পর তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এরপর গুলশানে তার জন্য প্রস্তুত করা বাসভবনে অবস্থান করবেন তারেক রহমান।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আসছেন। স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে মুখরিত হয়ে তারা সংবর্ধনা মঞ্চ পরিদর্শন করছেন। রাজধানীসহ সারাদেশে আনন্দ মিছিলও করছেন নেতাকর্মীরা।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অন্য সময়ের তুলনায় নেতাকর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেকেই আগেভাগেই ঢাকায় এসে আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন, যেন পরিবহন সংকটে পড়তে না হয়।
বিদেশ থেকেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা দেশে ফিরছেন। গ্রিস, বাহরাইন ও ইতালি থেকে আগত কয়েকজন প্রবাসী জানান, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই তারা দেশে এসেছেন।
দলের নেতাদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সাবেক সদস্যসচিব মো. জসিম উদ্দিন বলেন, এটি শুধু একজন নেতার আগমন নয়, বরং দলকে নতুন করে সংগঠিত ও নির্বাচনি রাজনীতিতে সক্রিয় করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য। তার দেশে ফেরা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা স্কোয়াড গঠন করা হয়েছে। ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর পর চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) আনুষ্ঠানিকভাবে তার নিরাপত্তার দায়িত্ব নেবে। এ লক্ষ্যে সিএসএফ পুনর্গঠন ও সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা করা হয়েছে।
নেতাকর্মীদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। বিএনপির চাহিদার ভিত্তিতে ১০টি রুটে বিশেষ ট্রেন চালু করা হবে এবং নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। ফলে কিছু স্বল্প দূরত্বের ট্রেন একদিনের জন্য স্থগিত রাখা হয়েছে যার জন্য রেলপথ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।
সব প্রস্তুতি ও আয়োজন মিলিয়ে ২৫ ডিসেম্বর ঢাকায় তারেক রহমানের আগমন ঘিরে রাজধানী পরিণত হতে যাচ্ছে এক বিশাল জনসমুদ্রে যেখানে প্রবাস ও দেশ, তৃণমূল ও কেন্দ্র মিলিত হবে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ