ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

তারেক রহমানের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব সরকারের, এরপর দলের: রিজভী

২০২৫ ডিসেম্বর ২৩ ১৫:৪৫:০২

তারেক রহমানের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব সরকারের, এরপর দলের: রিজভী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে রিজভী বলেন, "তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন মেলায় পরিণত হবে।" তিনি আরও জানান, বিমানবন্দর থেকে নেমে তারেক রহমান সরাসরি ৩০০ ফিটের জনসভায় অংশ নেবেন এবং এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

নিরাপত্তার বিষয়ে রিজভী বলেন, "নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব সরকারের, এরপর দলের। সরকার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে।" সরেজমিনে দেখা গেছে, সভাস্থলের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সেনাসদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামীকাল ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া কোনো দর্শনার্থী বা সহযাত্রী বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রিজভী নেতাকর্মীদের শান্ত ও সুশৃঙ্খল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর বাইরে রেখেছিল, এমনকি ছোট ভাইয়ের জানাজাতেও তাকে আসতে দেওয়া হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর নেতার আগমনে সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত