ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
তারেক রহমানের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব সরকারের, এরপর দলের: রিজভী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে রিজভী বলেন, "তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। ২৫ ডিসেম্বর এই এলাকা মানুষের মহামিলন মেলায় পরিণত হবে।" তিনি আরও জানান, বিমানবন্দর থেকে নেমে তারেক রহমান সরাসরি ৩০০ ফিটের জনসভায় অংশ নেবেন এবং এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
নিরাপত্তার বিষয়ে রিজভী বলেন, "নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব সরকারের, এরপর দলের। সরকার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে।" সরেজমিনে দেখা গেছে, সভাস্থলের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং সেনাসদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামীকাল ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া কোনো দর্শনার্থী বা সহযাত্রী বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রিজভী নেতাকর্মীদের শান্ত ও সুশৃঙ্খল আচরণের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর বাইরে রেখেছিল, এমনকি ছোট ভাইয়ের জানাজাতেও তাকে আসতে দেওয়া হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর নেতার আগমনে সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন: ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- বিগ ব্যাশ লিগ-হোবার্ট হারিকেনস বনাম সিডনি থান্ডার: বোলিংয়ে রিশাদরা, দেখুন সরাসরি (LIVE)