ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

হাসনাত-সারজিসসহ ২০ ব্যক্তিত্বকে গানম্যান দিল সরকার

২০২৫ ডিসেম্বর ২২ ১৬:৩১:০৬

হাসনাত-সারজিসসহ ২০ ব্যক্তিত্বকে গানম্যান দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সমন্বয়ক, রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারির ২০ জনকে গানম্যান প্রদান করা হয়েছে এবং অনেকের জন্য ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। তবে দেশে বড় কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।

পুলিশ ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গানম্যান পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন—অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা। এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনও গানম্যান পেয়েছেন।

এদিকে, নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন আরও অন্তত ১৫ জন শীর্ষ রাজনৈতিক নেতা। এই তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ এবং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। এছাড়াও ২৫ জন সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন।

বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে। হাদির এক বোনকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের অন্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশের আইজিপি বাহারুল আলম জানান, যারা মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করা হয়েছে। তবে যারা রিকশা বা পাবলিক পরিবহনে যাতায়াত করেন, তাদের গানম্যান সুবিধা দেওয়া কিছুটা জটিল হওয়ায় বিকল্প সুরক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ‘পটেনশিয়াল থ্রেট’ বা সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর... বিস্তারিত