ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২
করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জুলাই বিপ্লবের শহীদদের সম্মান জানাতে এখন সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই অনুষ্ঠান উদ্বোধন করেন।
বক্তব্যের শুরুতেই সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদি গণতন্ত্রের পথেই ছিলেন। তিনি ঢাকা-৮ আসনে আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, যা প্রমাণ করে তিনি ভোটের রাজনীতি ও গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। জুলাই শহীদদের এবং ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে আমাদের লক্ষ্য হতে হবে দেশে শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশকে সামনে নিয়ে যাওয়া।’
তরুণ প্রজন্মের জন্য ইন্টারনেট সেবার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান ঘোষণা দেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা হবে। উদাহরণ হিসেবে তিনি বগুড়া আজিজুল হক কলেজে ফ্রি ইন্টারনেট কানেকশন চালুর কথা উল্লেখ করেন, যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছি। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশই হবে নারী স্বাস্থ্যকর্মী, যা নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।’ দেশের আইটি পার্কগুলোর সমালোচনা করে তিনি বলেন, বিগত স্বৈরাচারী আমলে জনগণের অর্থ তছরুপ করে যেসব অচল ডিজিটাল পার্ক তৈরি করা হয়েছে, সেগুলোকে সচল করে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া প্রবাসীদের জন্য বিদেশে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
বক্তব্যের শেষে দলের নতুন স্লোগানের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আগামী দিনের মূল লক্ষ্য হবে— করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি জিয়াউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান
- মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স: ব্যাটিংয়ে রিশাদরা-দেখুন সরাসরি (LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি শেষ, দেখুন ফলাফল