ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

হাদির অসম্পূর্ণ লড়াই পূর্ণতা দেওয়ার অঙ্গীকার আখতার হোসেনের

২০২৫ ডিসেম্বর ২০ ১৬:৫৬:৪৮

হাদির অসম্পূর্ণ লড়াই পূর্ণতা দেওয়ার অঙ্গীকার আখতার হোসেনের

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রেখে যাওয়া সাংস্কৃতিক লড়াইকে পূর্ণতা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আল্লাহ তায়ালা শরিফ ওসমান হাদি ভাইকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে কবুল করেছেন। তিনি বলেন, এই বাংলাদেশ যেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের মতো করে পরিচালিত হতে পারে এবং বিদেশি আগ্রাসন বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত থাকতে পারে, সেই লক্ষ্যেই হাদি ভাই লড়াই করে গেছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা এবং শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক সংগ্রামের সূচনা করেছিলেন, সেই সংগ্রামকে পূর্ণতা দেওয়াই এখন আমাদের দায়িত্ব। এ সময় তিনি শহীদ হাদির পরিবারের সদস্যদের জন্যও দোয়া কামনা করেন।

শেষে আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, সেই বাংলাদেশের পথে যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারি। দল-মত নির্বিশেষে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত