ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

‘নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই’

২০২৫ ডিসেম্বর ২০ ১৬:১০:৩৮

‘নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে স্বৈরাচারী শক্তির সহযোগী ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা রুখে দিতে যেসব ষড়যন্ত্র চলছে, সেগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হবে। নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনকে কেন্দ্র করে লক্ষ জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকেই দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় ও স্পষ্ট বার্তা দেওয়া হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত