ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

কাতারে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন: জানুন খেলার সময়সূচি

২০২৫ ডিসেম্বর ১৯ ১৭:১৮:৩৫

কাতারে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন: জানুন খেলার সময়সূচি

সরকার ফারাবী: বিশ্ব ফুটবলের দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এবার বসতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মাটিতে। ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা। আগামী ২৭ মার্চ, কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের সেরা স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

কেন দেরি হয়েছিল সূচি ঘোষণায়

ফিনালিসিমার দিন-তারিখ চূড়ান্ত করতে কিছুটা অপেক্ষা করতে হয়েছিল ফিফাকে। এর মূল কারণ ছিল স্পেন ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তহীনতা। স্পেন শুরু থেকেই ম্যাচটি খেলতে আগ্রহ প্রকাশ করলেও তারা চেয়েছিল আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে। গত মাসে বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পরই স্পেনের পক্ষ থেকে সবুজ সংকেত আসে। এরপরই ফিফা দ্রুত আলোচনার মাধ্যমে ম্যাচের সূচি চূড়ান্ত করে।

যেভাবে ফিনালিসিমার মঞ্চে উঠল দুই দল

২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন ফুটবলের শক্তিমত্তা আর অভিজ্ঞতার প্রমাণ দেয় আলবিসেলেস্তেরা। অন্যদিকে ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে ২–১ ব্যবধানে হারিয়ে ইউরোপের সেরা হওয়ার গৌরব অর্জন করে স্পেন। তরুণ ও গতিময় ফুটবলে ইউরোপজুড়ে মুগ্ধতা ছড়ানো স্পেন এবার বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে প্রস্তুত।

ম্যাচের নিয়ম, রেফারি ও প্রযুক্তি

ফিনালিসিমার নিয়ম অনুযায়ী ম্যাচটি হবে ৯০ মিনিটের। এখানে কোনো অতিরিক্ত সময় নেই। নির্ধারিত সময়ে ফল নির্ধারিত না হলে ম্যাচ গড়াবে সরাসরি পেনাল্টি শুটআউটে। রেফারি প্যানেল যৌথভাবে নিয়োগ দেবে কনমেবল ও উয়েফা। আধুনিক ফুটবলের সর্বোচ্চ প্রযুক্তিও থাকছে এই ম্যাচে-

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)

গোললাইন প্রযুক্তি

সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (SAOT)

মেসি বনাম ইয়ামাল: অতীত ও ভবিষ্যতের সংযোগ

এই ম্যাচ শুধুই ট্রফির জন্য নয়, এটি হতে যাচ্ছে দুই প্রজন্মের ফুটবল দর্শনের মুখোমুখি সংঘর্ষ। একদিকে আছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, যার ক্যারিয়ার এখন শেষ অধ্যায়ের পথে। অন্যদিকে স্পেনের বিস্ময় প্রতিভা লামিন ইয়ামাল, যার ফুটবলযাত্রা সবে শুরু। দুজনেরই ফুটবল বেড়ে ওঠার গল্পের সূচনা বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে, ক্যাম্প ন্যু ছিল স্বপ্নের প্রথম মঞ্চ। কাতারের লুসাইল স্টেডিয়ামে সেই অতীত ও ভবিষ্যৎ এবার একই ফ্রেমে ধরা দেবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ