ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ডিএসইর প্রথম নারী এমডি হলেন নুজহাত আনোয়ার
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নুজহাত আনোয়ারের নাম চূড়ান্ত করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁর এই নিয়োগে অনুমোদন প্রদান করেছে। উল্লেখ্য, নুজহাত আনোয়ারই দেশের প্রধান এই শেয়ারবাজার-এর ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়ন খাতে নুজহাত আনোয়ারের ২০ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ কর্মঅভিজ্ঞতা রয়েছে। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-তে কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জ্যেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং লাইবেরিয়া ও সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
আইএফসির প্রতিনিধি হিসেবে বতসোয়ানা এবং নামিবিয়াতেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি গ্যাবোরোনে আইএফসির উপস্থিতি নিশ্চিত করা এবং বতসোয়ানায় প্রতিষ্ঠানটির প্রথম বিনিয়োগ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি, লেনদেন পরিষেবা এবং বাজার অ্যাডভোকেসিতে তাঁর গভীর দক্ষতা রয়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারীকালীন সংকটময় সময়ে এবং পরবর্তী ক্রান্তিকালে ক্লাস্টার ম্যানেজার হিসেবে তিনি সাহসিকতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন।
আন্তর্জাতিক সংস্থায় যোগদানের পূর্বে নুজহাত আনোয়ার দীর্ঘ ১৬ বছর সিটিব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে উচ্চপদস্থ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ও বিনিয়োগ খাতের এই দীর্ঘ পথচলা তাঁকে করপোরেট ও আর্থিক খাতের জটিলতাগুলো নিপুণভাবে বুঝতে সহায়তা করেছে। পেশাগত জীবনে তিনি পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং মার্কেট লিড নেওয়ার ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (অর্থায়ন) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একাডেমিক জ্ঞান ও দীর্ঘ দুই দশকের পেশাদারি অভিজ্ঞতার মিশেলে তিনি এখন দেশের প্রধান শেয়ারবাজার-এর উন্নয়নে এবং এর কাঠামোগত পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান