ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

২০০৫ সালের বিসিএস জট খুলল, নিয়োগ পেলেন ৬৭৩ জন

২০২৫ ডিসেম্বর ১৮ ১৮:৪০:৪৬

২০০৫ সালের বিসিএস জট খুলল, নিয়োগ পেলেন ৬৭৩ জন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আইনি জটিলতা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৭তম বিসিএস (২০০৫) থেকে ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫ এর মাধ্যমে প্রথম পর্যায়ে পিএসসির সুপারিশক্রমে এই ৬৭৩ জন প্রার্থীকে বিসিএসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে (২২,০০০-৫৩,০৬০ টাকা) নিয়োগ দেওয়া হলো।

জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা: নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষার স্বার্থে তাদের ব্যাচের মূল নিয়োগ প্রজ্ঞাপন যে তারিখে জারি হয়েছিল, সেই তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে এই নিয়োগ কার্যকর হবে। অর্থাৎ, তাদের ব্যাচের সঙ্গেই তাদের ‘ধারণাগত জ্যেষ্ঠতা’ বজায় থাকবে। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, ভূতাপেক্ষ নিয়োগ হলেও তারা অতীত সময়ের কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

নিয়োগের শর্তাবলি:

১. প্রশিক্ষণ: নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপি সিটি) বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ এবং পরবর্তীতে পেশাগত বিশেষ প্রশিক্ষণ নিতে হবে।

২. শিক্ষানবিশকাল: চাকরিতে যোগদানের পর ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ২ বছর বাড়ানো হতে পারে। শিক্ষানবিশকালে কেউ চাকরির অনুপযুক্ত বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে অপসারণ করা যাবে।

৩. বন্ড সম্পাদন: ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে। শিক্ষানবিশকাল বা তা উত্তীর্ণ হওয়ার ৩ বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণের সময় নেওয়া বেতন-ভাতা ও যাবতীয় খরচ ফেরত দিতে বাধ্য থাকবেন।

৪. স্থায়ীকরণ: প্রশিক্ষণ সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে চাকরি স্থায়ী করা হবে।

উল্লেখ্য, ২৭তম বিসিএস এর দীর্ঘসূত্রতা ও আইনি প্রক্রিয়ার কারণে এই প্রার্থীদের নিয়োগ ঝুলে ছিল, যা বর্তমান সরকারের সিদ্ধান্তে সুরাহা হলো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত