ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
সূচক পতন অব্যাহত, লেনদেনেও ভাটা
নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনের কারণে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে শেয়ারবাজারের প্রধান সূচক। দিনের শুরুতে সূচকে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সূচকে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যায়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও হ্রাস পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে যেমন একটানা সূচক পতনের রেকর্ড দেখা যায়, তেমনি ধারাবাহিক উত্থান ও লেনদেন বৃদ্ধির মাধ্যমেও নতুন রেকর্ড সৃষ্টি হয়। ফলে বর্তমান দরপতন নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণ নেই। বরং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করে বিনিয়োগ কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দিচ্ছেন তারা।
তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে ভালো মৌলভিত্তির শেয়ার বাছাই করে বিনিয়োগ করলে ভবিষ্যতে সেখান থেকে উল্লেখযোগ্য হারে মুনাফা অর্জনের সুযোগ তৈরি হতে পারে। তাই বাজারে দরপতন দেখা দিলে মানসম্মত শেয়ার ক্রয় করাকে ইতিবাচক কৌশল হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩১.৪১ পয়েন্টে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৯ নভেম্বর ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ৮৪৬.৮৮ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ০.৮১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৯.৮৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৯টির দর বেড়েছে, ২৫৪টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩০৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৭২ কোটি ৬৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৮.৫৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৩.০২ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ