ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

সিএসই শরিয়াহ সূচক পুনর্গঠন: বাদ পড়ল ৫ ব্যাংকসহ ১৫ প্রতিষ্ঠান

২০২৫ ডিসেম্বর ১৭ ০৯:৩০:৪৭

সিএসই শরিয়াহ সূচক পুনর্গঠন: বাদ পড়ল ৫ ব্যাংকসহ ১৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রমের ষাণ্মাসিক পর্যালোচনার ভিত্তিতে নিজেদের শরিয়াহ সূচক (সিএসআই) পুনর্গঠন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। নতুন এই সমন্বয়ের ফলে আগামী ছয় মাসের জন্য মোট ১১২টি কোম্পানি শরিয়াহ-সম্মত বিনিয়োগের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ইসলামিক বিনিয়োগকারীদের জন্য উপযোগী এই হালনাগাদ তালিকাটি আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

সূচকের এই সংশোধনীতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে হেইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ। কোম্পানিটি বন্দরনগরীর এই এক্সচেঞ্জের শরিয়াহ স্ক্রিনিংয়ের শর্তাবলি সফলভাবে পূরণ করায় একে সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, এএফসি অ্যাগ্রো বায়োটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ম্যারিকো বাংলাদেশ এবং ইয়াকিন পলিমারসহ মোট ১০টি কোম্পানিকে সংশোধিত সূচক থেকে বাদ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি, লেনদেন স্থগিত থাকায় একীভূত হওয়া পাঁচটি ইসলামি ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককেও সূচক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সিএসইতে তালিকাভুক্ত ৩৮৪টি কোম্পানির মধ্যে ১১২টি কোম্পানি এখন শরিয়াহ সূচকের অন্তর্ভুক্ত।

সিএসই’র একটি বিশেষজ্ঞ কমিটি এই সূচক পর্যালোচনা করে থাকে, যা বাংলাদেশের পুঁজিবাজারে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করে। সাধারণত কোনো কোম্পানির মূল ব্যবসা যদি ইসলামি শরিয়াহ পরিপন্থী না হয় (যেমন: সুদভিত্তিক ব্যাংকিং, অ্যালকোহল, জুয়া বা তামাক) এবং কোম্পানিটি যদি অত্যধিক সুদভিত্তিক ঋণের ওপর নির্ভরশীল না হয়, তবেই সেটিকে শরিয়াহ-সম্মত হিসেবে গণ্য করা হয়।

খাতভিত্তিক ১১২টি কোম্পানির সংক্ষিপ্ত চিত্র:

• ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

• তথ্যপ্রযুক্তি: আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমসসহ মোট ৭টি কোম্পানি।

• ওষুধ ও রসায়ন: বেক্সিমকো ফার্মা, দ্য ইবনে সিনা ফার্মা, একমি পেস্টিসাইডস, কোহিনূর কেমিক্যালসহ মোট ১৬টি কোম্পানি।

• বস্ত্র খাত: শরিয়াহ সূচকের অন্যতম বৃহত্তম এই খাতে আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সায়হাম কটনসহ মোট ১৮টি কোম্পানি রয়েছে।

• প্রকৌশল: ওয়ালটন হাই-টেক, বিবিএস কেবলস, অলিম্পিক অ্যাকসেসরিজসহ মোট ১৬টি কোম্পানি।

• জ্বালানি ও বিদ্যুৎ: সামিট পাওয়ার, তিতাস গ্যাস, লিন্ডে বাংলাদেশসহ মোট ১২টি কোম্পানি।

• খাদ্য ও অন্যান্য: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপের রংপুর ডেইরি, বেক্সিমকো লিমিটেড, বার্জার পেইন্টস, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা।

এছাড়াও সিমেন্ট খাতের ৩টি, সিরামিক খাতের ৩টি, বিমা খাতের ৬টি এবং চামড়া ও জুতা খাতের ৪টি কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে। ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক কাঠামো পরিবর্তন হলে সিএসই নিয়মিত বিরতিতে এই তালিকা থেকে কোম্পানি সংযোজন বা বিয়োজন করে থাকে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত