ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

বাংলাদেশের বিশাল তরুণ জনসংখ্যা এক অনন্য সম্পদ: প্রধান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৭ ১৬:২৫:৩৭

বাংলাদেশের বিশাল তরুণ জনসংখ্যা এক অনন্য সম্পদ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের বিশাল তরুণ জনসংখ্যা এক অনন্য সম্পদ। দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯ কোটির বয়সই ২৭ বছরের নিচে। এই তারুণ্যের খনি বিশ্বের যেকোনো তেল বা সোনার খনির চেয়েও বেশি মূল্যবান।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা পৃথিবীতে এখন তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। বিশ্বকে আমাদের কাছে আসতেই হবে। ইতিমধ্যে পোল্যান্ড থেকে অনুরোধ এসেছে, তাদের লোক দরকার। বিশ্বের উন্নত দেশগুলোতে তরুণের সংখ্যা কমছে, আর আমাদের বাড়ছে। তাই সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতের মুঠোয়।’

তবে এই বিপুল সম্ভাবনা কাজে লাগানোর পথে বড় বাধা হিসেবে ‘জালিয়াতি’ ও ‘দালাল চক্র’কে দায়ী করেন ড. ইউনূস। তিনি আক্ষেপ করে বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠাতে গেলে প্রথম অভিযোগ আসে—তোমাদের সব কাগজ জাল ও ভুয়া। শুধু ভুয়া কাগজের জন্য আমরা সারা বিশ্বে জালিয়াতির জাতি হিসেবে পরিচিত হয়ে গেছি। জাপান ৫ লাখ লোক নিতে চাইলেও আমাদের ভুয়া ভাষা সনদের কারণে তারা এখন নিজেরা পরীক্ষা নিয়ে লোক বাছাই করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক ভাগ্যবান জাতি, যার হাতে অনন্য সোনার খনি রয়েছে। কিন্তু এই সোনা ব্যবহার করতে হলে আমাদের দালালমুক্ত হতে হবে এবং শৃঙ্খলা মেনে চলতে হবে। আমাদের তরুণরা বিশ্বের যেকোনো দেশের তরুণদের চেয়ে কম দক্ষ নয়। শুধু প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা ও জালিয়াতি থেকে বেরিয়ে আসা।’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত