ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

রেইস অ্যাসেটের ১২ ফান্ডের অনিয়ম খুঁজতে বিএসইসির সাঁড়াশি অভিযান

২০২৫ ডিসেম্বর ১৭ ২৩:২৩:১৭

রেইস অ্যাসেটের ১২ ফান্ডের অনিয়ম খুঁজতে বিএসইসির সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার-এর অন্যতম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির অধীনে থাকা ১২টি মিউচ্যুয়াল ফান্ডের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা এবং প্রচলিত আইন লঙ্ঘনের মতো বিষয়গুলো তদন্তে সংস্থাটি সম্প্রতি ৬টি পৃথক তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে একটি আদেশের মাধ্যমে ইতিপূর্বে গঠিত তিন সদস্যের কমিটি বাতিল করে এই নতুন কমিটিগুলো গঠন করা হয়েছে। এই ৬টি তদন্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো তদন্ত প্রক্রিয়ার সমন্বয়কের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান।

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশন মিউচ্যুয়াল ফান্ডগুলোর অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এর আগে অনেক ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শৈথিল্য দেখা গেলেও বর্তমান কমিশন কঠোর অবস্থান নিয়েছে। রেইস অ্যাসেট ম্যানেজমেন্টকে ইতিমধ্যে এই তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তদন্তের জন্য গঠিত প্রথম কমিটি অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হকের নেতৃত্বে এবি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং খোদ রেইস ম্যানেজমেন্টের নিজস্ব কর্মকাণ্ড খতিয়ে দেখবে। অন্যদিকে, দ্বিতীয় কমিটি যার দায়িত্বে রয়েছেন উপ-পরিচালক মো. রফিকুন্নবী ও রানা দাস, তারা পিএইচপি ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ডের অনিয়মগুলো অনুসন্ধান করবেন।

তৃতীয় কমিটি যুগ্ম পরিচালক সুলতানা পারভীনের নেতৃত্বে ফার্স্ট জনতা ব্যাংক এবং ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ডের ব্যবস্থাপনা খতিয়ে দেখার দায়িত্ব পেয়েছে। চতুর্থ কমিটি যার নেতৃত্বে আছেন উপ-পরিচালক মো. মওদুদ মোমেন, তারা এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের সম্ভাব্য আর্থিক অসঙ্গতিগুলো খুঁটিয়ে দেখবে।

পঞ্চম কমিটির সদস্য হিসেবে যুগ্ম পরিচালক অনু দে ও মো. সাগর ইসলাম আইএফআইসি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ডের কার্যক্রমের ওপর নজর দেবেন। সবশেষ বা ষষ্ঠ কমিটি রেইস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও রেইস স্পেশাল অপরচুনিটি নামক দুটি ওপেন এন্ডেড ফান্ডের ব্যবস্থাপনায় কোনো ধরনের আইনবহির্ভূত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা যাচাই করে দেখবে।

বর্তমানে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট মোট ১২টি ফান্ড পরিচালনা করছে, যার মধ্যে ১০টি তালিকাভুক্ত ক্লোজএন্ড ফান্ড এবং দুটি ওপেনএন্ড ফান্ড রয়েছে। এই ফান্ডগুলোর অর্থ ব্যবস্থাপনা এবং শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড বা লভ্যাংশের সুরক্ষা নিশ্চিত করা এই তদন্তের অন্যতম প্রধান লক্ষ্য। বিনিয়োগকারীদের কোনোভাবেই যেন বঞ্চিত হতে না হয়, সে বিষয়ে বিএসইসি এই তদন্তের মাধ্যমে কঠোর অবস্থান নিয়েছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত