ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

‘আলু–পেঁয়াজ’ প্রসঙ্গে নিজের বক্তব্য স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৭ ২২:২৩:৫৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার দাবির মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি আলোচিত ‘আলু–পেঁয়াজ’ সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে একটি অনুষ্ঠান শেষে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবরোধ করে রাখেন। এ সময় তারা সাম্প্রতিক সময়ে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে প্রশ্ন তোলেন এবং ‘আলু–পেঁয়াজ’ বিষয়ে তার বক্তব্যের ব্যাখ্যা চান।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওই অনুষ্ঠানটি কৃষি মন্ত্রণালয়ের আয়োজন ছিল। সে কারণেই সেখানে কৃষি মন্ত্রণালয়ের সমস্যা ও কৃষকদের বিষয় নিয়ে কথা বলা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা-সংক্রান্ত ইস্যু নিয়ে প্রতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করা হয় বলেও তিনি জানান।

এর আগে দুপুর আড়াইটার দিকে বিকেএমইএর উদ্যোগে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে তিনটি করে মোট ছয়টি গাড়ি উপহার দেওয়া হয়। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ফেরার পথে ছাত্রনেতারা তার পথরোধ করেন। তারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্তে নিরাপত্তা জোরদার, গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাসহ সাত দফা দাবি উত্থাপন করেন।

ঘটনাস্থলে জাতীয়তাবাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এনজিবি এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রনেতারা অভিযোগ করেন, পুলিশ ‘মামলা নেই’ অজুহাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা ঘটনাস্থলেই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ডেকে কড়া নির্দেশনা দেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা আছে কি না—সেটা দেখার কোনো বিষয় নয়। সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। আর যদি তা না পারো, তাহলে তোমাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “ঘটনার সময় তার সঙ্গে থাকা আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি কাজও ধীরে ধীরে সম্পন্ন করা হবে।”

অনুষ্ঠান ও পরবর্তী ঘটনাক্রমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত