ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

হাদিকে দেখতে হাসপাতালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, যা জানালেন 

২০২৫ ডিসেম্বর ১৭ ২২:৫৩:৩১


হাদিকে দেখতে হাসপাতালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, যা জানালেন 

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান।

বুধবার তিনি হাসপাতালে গিয়ে হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ফোনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হাদির চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা এ ঘটনার প্রেক্ষিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত