ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে

২০২৫ ডিসেম্বর ১১ ১০:৩৩:৫৮

আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে

সরকার ফারাবী: বাংলাদেশের ফুটবলভক্তদের প্রতীক্ষার প্রহর প্রায় শেষ। যুব ফুটবল প্রতিভাদের নিয়ে আয়োজিত এএফবি ল্যাটিন–বাংলা সুপার কাপ ২০২৫-এর মহারণে এবার মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। প্রতিযোগিতার শুরু থেকেই জমে ওঠা উত্তেজনা এখন ফাইনালকে ঘিরে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে।

ফাইনাল কবে, কোথায়?

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হবে ১১ ডিসেম্বর ২০২৫, স্থান: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

ফাইনালে খেলবে- আর্জেন্টিনা (অ্যাথলেটিকো চালোন) বনাম ব্রাজিল (সাও বার্নার্ডো)

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

স্টেডিয়ামে উপস্থিত থাকছেন দুই কিংবদন্তি

ফাইনালের আবহ আরও রঙিন করতে মাঠে সরাসরি থাকবেন দুই বিশ্বমানের ফুটবল আইকন-

কাফু- ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক

ক্লডিও কেনিজিয়া- আর্জেন্টিনার সাবেক সুপারস্ট্রাইকার

তবে এখানেই শেষ নয়-

প্রতিদিন লটারি করে ১০ জন দর্শক এই কিংবদন্তিদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাচ্ছেন।

উদ্বোধনী দিনে জনপ্রিয় রকস্টার জেমস (নগর বাউল) তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে স্টেডিয়াম মাতিয়েছেন, যা পুরো টুর্নামেন্টে বাড়িয়ে দিয়েছে উৎসবের আমেজ।

ফাইনালের বিশেষ আকর্ষণ

ফাইনাল শুধু দুই দলের লড়াই নয় এটি বাংলাদেশে তরুণ ফুটবল প্রতিভা, আন্তর্জাতিক মানের আয়োজন এবং দর্শকদের উচ্ছ্বাসের এক অনন্য সমাবেশ।

ব্রাজিল-আর্জেন্টিনার এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা দেখতে ঢাকায় সমর্থকদের ঢল নামবে, তা ইতোমধ্যেই পরিষ্কার।

যেভাবে দেখবেন সরাসরি

দর্শকরা চাইলে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ডুয়া নিউজ-এ ।

সব খেলার আপডেট এক জায়গায়

গুগলে শুধু ‘ডুয়া নিউজ’ লিখে সার্চ করে ওয়েবসাইটে গিয়ে ‘Sports’ ক্যাটাগরিতে সব ম্যাচের সর্বশেষ আপডেট পাওয়া যাবে।এছাড়াও ফেসবুক পেজটি ফলো করলেই পাবেন সব খেলার লাইভ স্কোর, হাইলাইটস ও ব্রেকিং আপডেট।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত