ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

জয়িতার পোশাক ও হস্তশিল্প একদিন বিশ্বে পৌঁছে যাবে: মহিলা উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৮ ২০:৫৭:৩৮

জয়িতার পোশাক ও হস্তশিল্প একদিন বিশ্বে পৌঁছে যাবে: মহিলা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশন নতুন রূপে যাত্রা শুরু করতে যাচ্ছে এবং একসময় জয়িতার তৈরি পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের দরবারে পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশন ভবনে তিন দিনব্যাপী ‘জয়িতা বিজয় মেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরিতে জয়িতা ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা যখন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসেন, তখন পরিবার থেকে সমাজ—সর্বত্রই ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। এই মেলা নারীদের সৃজনশীলতা, কঠোর পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতির একটি শক্তিশালী মঞ্চ।’

নারীর ক্ষমতায়নে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, ‘সরকার নীতিগত সহায়তার পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনে জয়িতা ফাউন্ডেশনের সহায়তা অব্যাহত থাকবে।’ তিনি নারীদের প্রশিক্ষণ, বাজারের সঙ্গে সংযোগ স্থাপন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ মঞ্জুরা আফরোজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা তাদের তৈরি হস্তশিল্প, খাদ্যপণ্য, পোশাক ও নকশা করা বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন। এই মেলা ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত