ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিএনপির কমিটি গঠন

২০২৫ ডিসেম্বর ১৭ ১৯:৩৯:৫০

তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিএনপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ১৭ বছরের বিরতির পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন। এ উপলক্ষে তাকে স্বাগত জানানোর জন্য দলের পক্ষ থেকে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) গঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসস বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনে নেতাকর্মী, সমর্থক ও জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই উপলক্ষে স্বাগত জানানোর জন্য আহ্বায়ক ও সদস্য সচিব দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।”

অভ্যর্থনা কমিটিতে বিএনপির ১০টি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা সদস্য হিসেবে রয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। এর আগে, গত সোমবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এ বাসার পাশেই ‘ফিরোজা’ যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে থাকছেন। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের বসার জন্য পৃথক কক্ষ প্রস্তুত করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত