ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ভুল তথ্যের ভিত্তিতে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রিজভী

২০২৫ ডিসেম্বর ১৩ ২৩:০৭:৪২

ভুল তথ্যের ভিত্তিতে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবির ওপর ভিত্তি করে ডিএমপি কমিশনার এবং ছাত্রনেতাদের জড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রিজভী নিজের এই ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য দুঃখ প্রকাশ করেন।

এর আগে দুপুরে নয়াপল্টনে এক সমাবেশে রিজভী দাবি করেছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীকে ‘শিবিরের লোক’ হিসেবে শনাক্ত করেছেন ডিএমপি কমিশনার। পাশাপাশি হামলাকারীর সঙ্গে ছাত্রনেতা সাদিক কায়েমের চা খাওয়ার একটি ছবির প্রসঙ্গও টানেন তিনি। রিজভীর এই বক্তব্যের পর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তা ‘বোগাস’ বলে উড়িয়ে দেন এবং জামায়াতে ইসলামী ও সাদিক কায়েম এর তীব্র প্রতিবাদ জানান।

দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আরটিভির লোগো ব্যবহার করে ডিএমপি কমিশনারের একটি ভুয়া বক্তব্য এবং একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসু ভিপির চা খাওয়ার দৃশ্যটি ফেসবুকে ভাইরাল হয়। মূলত এই দুটি বিষয় ছিল ভিত্তিহীন ও এআই জেনারেটেড। ফ্যাক্ট চেক বা সত্যতা যাচাই না করেই আমি সমাবেশে বিষয়গুলো উল্লেখ করেছিলাম। এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

উল্লেখ্য, শনিবার দুপুরে হাদির ওপর হামলার প্রতিবাদ মিছিলে রিজভী অভিযোগ করেছিলেন, তদন্তের আগেই ছাত্রনেতারা মির্জা আব্বাসকে ঘটনার সঙ্গে জড়াচ্ছেন। তিনি ভাইরাল হওয়া তথ্যের বরাতে দাবি করেছিলেন, পুলিশ হামলাকারীকে শিবিরের কর্মী হিসেবে শনাক্ত করেছে, যা পরে অসত্য প্রমাণিত হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২... বিস্তারিত